আমাদের কথা খুঁজে নিন

   

চলুন বিকেল বেলা ঢাকার অদূরে.....

সততায় মৃত্যুও ভালো..........

আজ সোমবার বিকাল ৪থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রযুক্তি'র প্রান্তর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃজনী আয়োজন করছে 'ডুয়েট পাখি মেলা ২০০৯'র- চলুন ঘুরে আসি। ঢাকা থেকে গাজীপুর 'গাজীপুর পরিবহন' মতিঝিল থেকে মগবাজার হয়ে গাজীপুর ঠিক নামিয়ে দেবে ডুয়েটের গেটে (যদি আপনি চড়েন সেই গাড়ীতে)। তারপর উপভোগের পালা সৃজনীর আয়োজন পাখি মেলা। এছাড়া ট্রান্স সিলভা, ঢাকা পরিবহন এসবে করেও যাওয়া যাবে। আর নিজের চলযান থাকলে একটু স্বল্প দূর যাত্রার অভিজ্ঞতা নিতে যেতে পারেন এক্স এয়ার কমান্ডার ইনাম আল হক পাখি বিশেষজ্ঞ এর তত্তাবধানে ছোট্ট করে আয়োজন 'ডুয়েট পাখি মেলা ২০০৯'। প্রকৌশল ও প্রযুক্তি প্রেমী চলমান ছাত্রদের এই প্রকৃতি প্রেমকে উৎসাহিত করতে আপনার অবসর বিকেল মুখরিত হোক ডুয়েট ক্যাম্পাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।