ইউএস ওপেনে মেয়েদের এককের চতুর্থ বাছাই ইতালিয়ান তরুণী সারা ইরানি বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকেই। এবার বিদায় নিলেন প্রথম দশের আরও দুজন। গতকাল মেয়েদের এককের ষষ্ঠ বাছাই ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি এবং সপ্তম বাছাই চেক তরুণী পেত্রা কেভিতোভা। তবে দ্বিতীয় বাছাই বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং সাবেক শীর্ষ তারকা সার্বিয়ান তরুণী আনা ইভানভিচ চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। এছাড়া রুমানিয়ার বিস্ময় তরুণী সিমোনা হালেপও চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ইউএস ওপেনে।
আজারেঙ্কা তৃতীয় রাউন্ডে ফ্রান্সের এলাইজ কর্নেটকে ৬-৭ (২/৭), ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেছেন। আনা ইভানভিচ ৪-৬, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহ্যালেকে। চতুর্থ রাউন্ডেই ভিক্টোরিয়া আজারেঙ্কা মুখোমুখি হচ্ছেন আনা ইভানভিচ। মেয়েদের এককে দুর্ঘটনার শিকার পেত্রা কেভিতোভা ৬-৩, ৬-০ গেমে পরাজিত হয়েছেন যুক্তরাষ্ট্রের এলিসন রিস্কের কাছে। এছাড়া ষষ্ঠ বাছাই উজনিয়াকি ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন ইতালির ক্যামিলা গিওর্গির কাছে।
রুমানিয়ান তরুণী হালেপ তৃতীয় রাউন্ডে রাশিয়ান মারিয়া কিরিলেঙ্কোকে ৬-১, ৬-০ গেমে পরাজিত করেছেন। হালেপ চতুর্থ রাউন্ডে ইতালিয়ান ফ্লাভিয়া পেনেত্তার মুখোমুখি হচ্ছেন। এদিকে চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামস সোলান স্টিফেনের মুখোমুখি হচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।