আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব অর্থনীতির মন্দা মোকাবেলায় সুদের হার

কি যে বুঝি তাও বুঝি না।

বিশ্ব অর্থনীতির মন্দা মোকাবেলায় সুদের হার বিশ্ব অর্থনীতি এখন পতনের দিকে ধাবিত হচ্ছে। ১৯৩০ সালের পর থেকে বিশ্ব অর্থনীতি এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য বিশ্বের নামীদামি ব্যাংক গুলো সুদের হার কমিয়ে দিচ্ছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫০ শতাংশ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সুদের হার ৪ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।

তাছাড়া কানাডা, সুইডেন, সুইজাল্যান্ড ও চীনের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমেয়িছে। ভোক্তারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকারকে ভোক্তাদের দায়ভার নিতে হচ্ছে এবং সঞ্চয়ের গ্যারান্টি দিতে হচ্ছে। বিশ্ব শেয়ার বাজারের শেয়ার সূচক পড়া অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে আমেরিকা ৭০ হাজার কোটি মার্কিন ডলার , ব্রিটেন ২৫ হাজার কোটি পাউন্ড, জার্মানি ৭ হাজার কোটি ডলার, রাশিয়া ৩ হাজার কোটি ডলারের বেশি অর্থনৈতিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.