কি যে বুঝি তাও বুঝি না।
বাংলাদেশের জেলা ও স্থান ও অন্যান্য তথ্য
১. বাংলাদেশের জেলা ৬৪টি।
২. বাংলাদেশের সীমাšতবর্তী জেলা ৩২টি। ১. পঞ্চগড় জেলা ২. নীলফামারী জেলা ৩.লালমনিরহাট জেলা ৪. কুড়িগ্রাম জেলা ৫.জামালপুর জেলা ৬. শেরপুর জেলা ৭. ময়মনসিংহ জেলা ৮. নেত্রকোণা জেলা ৯. সুনামগঞ্জ জেলা ১০. সিলেট জেলা ১১. মৌলভীবাজার জেলা ১২. হবিগঞ্জ জেলা ১৩. ব্রাহ্মণনবাড়িয়া জেলা ১৪. কুমিল্লা জেলা ১৫. ফেনী জেলা ১৬.চট্টগ্রাম জেলা ১৭. পাবর্ত্য খাগড়াছড়ি জেলা ১৮. পাবর্ত্য রাঙামাটি জেলা ১৯. পার্বত্য বান্দরবন জেলা ২০. কক্সবাজার জেলা ২১. ঠাকুরগাঁও জেলা ২২. দিনাজপুর জেলা ২৩. জয়পুরহাট জেলা ২৪. নওগাঁ জেলা ২৫. নবাবগঞ্জ জেলা ২৬. রাজশাহী জেলা ২৭. কুষ্টিয়া জেলা ২৮.মেহেরপুর জেলা ২৯. চুয়াডাঙ্গা জেলা ৩০. ঝিনাইদহ জেলা ৩১. যশোর জেলা ৩২. সাতীরা জেলা।
৩. ভারতের সাথে ৩০ টি ও মায়ানমারের সাথে ৩টি সীমাšতবর্তী জেলা রয়েছে।
বি দ্র. পার্বত্য রাঙামাটি জেলা ভারত ও মায়ানমারের সীমাšতবর্তী জেলা।
৪. ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয় তিনভাগে। ক) পাহাড়ি এলাকা খ) সোপান অঞ্চল গ) পাললিক বা সমভূমি অঞ্চল।
৫. বাংলাদেশ গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার।
৬. বাংলাদেশে জনসংখ্যার ঘনন্ত্ব প্রতিবর্গকিলোমিটারে ৯৫৩ জন।
৭. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ৬ ল।
৮. বাংলাদেশের জনগণের প্রত্যাশিত গড় আয়ু ৬৫.১ বছর।
৯. বাংলাদেশী জনগনের মাথাপিছু জিডিপি ৫৫৪ মার্কিন ডলার।
১০. বাংলাদেশে মহিলাদের গড় আয়ু ৬৬ বছর।
১১. বাংলাদেশে কৃষিতে জিডিপির পরিমাণ ২০.৮৭%।
১২. বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১%।
১৩. বাংলাদেশে স্বারতার হার ৬৩ শতাংশ।
১৪. বাংলাদেশের ২০ শতাংশ লোক চরমদারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
১৫. বাংলাদেশের বরিশাল বিভাগে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার ৫২%।
১৬. ঢাকা বিভাগে সবচেয়ে দারিদ্র্যের হার কম ৩২ শতাংশ।
১৭. বাংলাদেশ সবচেয়ে বেশি রফতানি করে যুক্তরাষ্ট্রে।
১৮. ইউরোপীয় ইউনিয়ন হলো বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার।
১৯. বাংলাদেশে মোট বিসিক শিল্প নগরী ৭৪টি।
২০. বাংলাদেশে শিশু মৃত্যুর হার ৪৫ প্রতি হাজারে।
২১. বাংলাদেশের সমুদ্র বন্দর দুইটি।
চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর।
২২. বাংলাদেশের নদী বন্দর ৮টি। চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরব, বরিশাল, খুলনা, সিরাজগঞ্জ, সরিষাবড়ি, নরসিংদী।
২৩. বাংলাদেশে সমুদ্র সৈকত দুইটি। কক্সবাজার ও কুয়াকাটা।
২৪. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র চারটি । ক) বেতবুনিয়া (রাঙামাটি) খ) তালিবাবাদ (গাজীপুর) গ) মহাখালি , ঢাকা ঘ) সুনামগঞ্জ।
২৫. বাংলাদেশে অšতর্জাতিক বিমান বন্দর তিনটি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম।
২৬. বাংলাদেশের আইন সভার নাম জাতীয় সংসদ।
আসন সংখ্যা ৩৩০ টি।
২৭. বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
২৮. ১ নটিক্যাল মাইল সমান ১.৮৫৩ কিলোমিটার।
২৯. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
৩০. মায়ানমারের সাথে সীমšত দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার।
৩১. ভারতের সাথে সীমাšত দৈর্ঘ্য ৪৭১২ কিলোমিটার।
৩২. বাংলাদেশ সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
৩৩. কক্সবাজার সমুদ্র সৈকত হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য হলো ১৫৫ কিলোমিটার।
৩৪. আয়তনে বসচেয়ে বড় বিভাগ রাজশাহী।
৩৫. আয়তনে সবচেয়ে ছোট বিভাগ সিলেট।
৩৬. আয়তনে সবচেয়ে বড় জেলা পার্বত্য রাঙামাটি।
৩৭. আয়তনে সবচেয়ে ছোট জেলা মেহেরপুর।
৩৮. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
৩৯. সর্বদেিণর জেলা কক্সবাজার।
৪০. বাংলাদেশের সর্বউত্তরের স্থানের নাম বাংলাবান্ধা।
৪১. বাংলাদেশের সর্বপূর্বের জেলা বান্দরবান।
৪২. বাংলাদেশের সবচেয়ে বড় থানার নাম শ্যামনগর। সাতীরা জেলায় অবস্থিত।
৪৩. সবচেয়ে ছোট থানা কোতয়ালি ,ঢাকা।
৪৪. বাংলাদেশের সর্ব দেিণর থানা টেকনাফ।
৪৫. বাংলাদেশের সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া।
৪৬. বাংলাদেশের সর্ব পূর্বের থানার নাম থানচি।
৪৭. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
৪৮. বাংলাদেশের আবহাওয়া অফিস তিনটি।
ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার।
৪৯. বাংলাদেশের সর্বচ্চো বৃষ্টিপাত হয় লালখান সিলেটে।
৫০. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতা হয় লালপুর রাজশাহীতে।
৫১. বাংলাদেশ জাতিসংঘের ১৩৭তম সদস্য।
৫২. বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
৫৩. ঢাকা বিভাগে ১৭টি জেলা আছে।
৫৪. চট্টগ্রাম বিভাগে ১১ টি জেলা আছে।
৫৫. রাজশাহী বিভাগে ১৬টি জেলা আছে।
৫৬. খুলনা বিভাগে ১০ টি জেলা আছে।
৫৭. বরিশাল বিভাগে ৬ টি জেলা আছে।
৫৮. সিলেট বিভাগে ৪ টি জেলা আছে।
৫৯. রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বরেন্দ্র ভূমি বলে।
৬০. গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।