“বান্দরবান”- নামটা শুনলেই সবসময় মনের ভেতর কোথায় যেন একটা কৌতূহল জাগে। চোখ বন্ধ করলেই উঁচু উঁচু পাহাড়ের সবুজ গাছগাছালি আর ফাঁকে ফাঁকে বয়ে চলা সাঙ্গু নদীর এক অদ্ভুত ছবি ভেসে আসে। দেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ আর অপরূপ কিছু ঝর্ণা বান্দরবনকে পর্যটকদের কাছে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তাজিওডং, কেওক্রাডং, নাফাখুম, বগালাকে, জাদিপাই সহ বান্দরবনের আরও অনেক জানা অজানা জায়গা ভ্রমনপিপাসু আর অ্যাডভেঞ্চার প্রেমীদের মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। সবুজে ঘেরা শান্ত প্রকৃতির মত যে এখানকার মানুষগুলোও এত শান্ত, নিরীহ ও অতিথিপরায়ণ সেটা একবার বান্দরবন না ঘুরে আসলে কেউ বলতে পারবে না।
অন্যান্য পার্বত্য জেলাগুলোর তুলনায় এখানে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যে ভাতৃত্ব তা আসলেই প্রশংসার দাবি রাখে।
এর আগে বেশকয়েকবার বান্দরবন গেলেও গত ডিসেম্বরে প্রথমবারের মত বগালাকে আর কেওক্রাডং ঘুরে আসলাম। এক কোথায় বলতে অসাধারণ ছাড়া মাথায় কিছু আসছে না। আশেপাশের প্রাকৃতিক পরিবেশের কথা বলার মত কিছু নেই। এমন এক জায়গা, যেখানে নিজে না গেলে কারো মুখে শুনে জায়গাটার সৌন্দর্যকে অনুভব করা সম্ভব নয়।
কাজেই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু বলতে চাই না। কষ্ট করে নিজে গিয়ে দেখে আসেন, তাহলে হয়তো বুঝবেন কেন বলতে চাচ্ছি না................কেওক্রাডং যাওয়ার পথে বগালেক পরে। বগালেকের আশেপাশের কথা বাদ দিলে সব থেকে মজার আর অদ্ভুত অভিজ্ঞতা হল এখানকার মানুষের জীবন জীবিকা অর্জন ও বেচে থাকার অতিসহজ ও সাধারণ উপায়। এত কষ্ট করে বেচে থাকার মাঝেও তাদের মুখে সবসময় এক অদ্ভুত হাসি লেগে থাকে। ছেলে মেয়ে, ভাইবোন আত্মীয় স্বজন নিয়ে এত সুখী জীবন আমাদের শহুরে কারাবন্দী মানুষদের কাছে কল্পনারও অনেক ধাপ উপরে।
বগালেক জায়গাটার অধিবাসী মূলত পাহাড়ি ‘ব্যোম’ উপজাতি। বিদ্যুৎ নেই, খাবার পানির সমস্যা, নেই শহুরে আধুনিকতার ছোঁওয়া। তারপরও কীভাবে যে তারা এত শান্তিতে থাকে সেটা আসলেই বিস্ময়কর!!!!! সন্ধ্যা হলেই ছেলে-বুড়ো, মা, মেয়ে ভাইবোন সবাই একসাথে মেতে উঠে আডডায়। সাথে সাথে চলতে থাকে নিজেদের লিখা ও সুর করা মায়াময় কিছু গান। গানের কথার কিছু না বুঝলেও অদ্ভুত ধরনের সুর এক মনোরম পরিবেশের সাথে পরিছয় করিয়ে দিবে আপনাকে।
[পাহাড়ের উপর থেকে কামেরাবন্দি বগালেক]
বলতেই ভুলে গিয়েছিলাম হঠাৎ বান্দরবনের কথা মনে পড়ার পিছনেও কিন্তু এই গান। টিভির চ্যানেল বদলাতে বদলাতে গতকাল হঠাৎ NTVr “ক্লোজআপ ওয়ানে” রাঙ্গামাটির একজন প্রতিযোগীর গান শুনলাম। রাঙ্গামাটি শুনেই হঠাৎ করে বগােলকের সেই স্মৃতি মনে পরে গেল। কি অদ্ভুত তাদের জীবন, এত সুযোগ সুবিধা থেকে বঞ্ছিত থেকেও সন্ধ্যাবেলায় সকলের মিলেমিশে সেই গান আর তাদের অতিমাত্রার আতিথেয়তা সবাইকে নিঃসন্দেহে বিমুগ্ধ করবে যেমনটা আমাদের করেছিল। তাই সবার প্রতি ছোট্ট একটা অনুরধ রইল কষ্ট করে হলেও ঘুরে আসুন একবার বান্দরবন- দেশকে জানুন, দেশের মানুষকে আরও ভালো করে চিনুন......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।