আমাদের কথা খুঁজে নিন

   

লিফটের কিছু ম্যানার

আল বিদা

এখন প্রায় প্রতিটা ভবনেই লিফট দেখা যায়। কিন্তু আফসোস আমরা অনেকেই লিফটের কিছু ব্যবহার জানি না। সবাই সব জানবে তা না। কিন্তু ঐ অফিসে কাজ করে এবং লিফট ব্যবহার করেও না জানাটা বোকামি। আর যে না জানার কারনে অন্যের বিরক্তি তৈরী হয় তা তো অবশ্যই শিখে নেয়া উচিৎ।

এ শেখার জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোন দরকার নেই। আশপাশের কয়েকজনকে ফলো করলেই হয়। একটি ফ্লোরে কয়েকটি লিফট থাকতে পারে। খেয়াল করতে হবে কোন লিফট আগে আসবে। যে লিফট আগে আসবে তাতে বাটন প্রেস করতে হবে।

দেখা গেল ঐ বাটন কাজ করতেছে না। অর্থাৎ ঐ লিফট এই ফ্লোরে থামবে না। তখন অন্য বাটন প্রেস করতে হবে। খামাখা দুই বাটন প্রেস করে দুটো লিফটই দাড় করানোর কোন মানে হয় না। লিফট যখন থামবে তখনই উঠে পড়ার দরকার নাই।

আগে দেখে নিতে হবে লিফট উপরে উঠছে নাকি নিচে নামছে। আর অবশ্যই আগে নামতে দিতে হয়। লাইনের নিয়ম থাকুক আর না থাকুক লাইন মেনে চলবেন। অন্তত যে আপনার আগে এসেছে তাকে আগে উঠতে দিন। লিফটে লিফটম্যান না থাকলে নিজেই ফ্লোর বাটন প্রেস করুন।

অযথা অন্যকে বলে বিব্রত করা ঠিক না। আর লিফটে উঠানামা দ্রুত করলে ভাল হয়। লিফটে ঠাসাঠাসি করে দাড়াতে হয় বলে মোবাইলে কথা বলে অন্যের বিরক্ত উদ্রেক করা ঠিক না। অনেক সময়ই দেখা যায় অনেকেই ম্যানার জানে না। মন খারাপ করবেন না।

তিনি হয়ত ম্যানার জানেন না বা তার এতই ব্যস্ততা যে ম্যানার দেখানোর সুযোগ তার নেই। আপনি মেনে চলুন। কারন আপনি তো আর তার মত মূর্খ না। আমরা হয়ত দেখলাম না বা শুনলাম না যে আমরা চলে যাওয়ার পর লোকে আমাদের ম্যানারিজম নিয়ে কথা বলছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।