আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: লিফটের লাল বোতাম

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
ঝাপসা করিডোরে দাড়িয়ে আমি উপরে যাবো অনেক উপরে যান্ত্রিক খাচার দরজা খোলে ;অস্ফুট আয় আয় টইটুম্বুর অন্ধকার দোটানা কিন্তু আমাকে যে যেতেই হবে পায়ে পায়ে ঢুকে পড়ি পিছনে নরোম জিব চাটে কেউ এরপর অন্ধকার হাত বুলায় আমার শরীরে খাপছাড়া ভয়টা শেকলছিড়ে পিঠ ভেদ করে হৃদপিন্ডের আকার মাপে ধুকপুক একটা লাল বোতাম স্পষ্ট হয় গোল আলোর বৃত্ত যান্ত্রিক খাচা নিচে নামে নামতেই থাকে উন্মত্তের মতো সাদা কালো নীল সব বোতাম চাপি বোবা লিফটটা আমাকে নিয়ে নেমে যায় অস্তিত্বের গহীন কদাকার অন্ধকারে মৃদু ঘরঘর শব্দে প্রতিকাব্য : লেখা হয়নি এখনো জন মিল্টন: long is the way and hard that out of hell এই কবিতা দিয়ে অনুপ্রাণিত হয়ে লেখা : মাটির মানুষের "একটি নীল বোতাম"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।