আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ার সাম্প্রতিক সংঘাতে সাত শতাধিক নিহত



সম্প্রতি নাইজেরিয়ায় সেনা ও মুসলিম বিপ্নবীদের মধ্যে সংঘর্ষে সাত শতাধিক লোক নিহত হয়েছে। এ ঘটনায় বহু সংখ্যক আহত হয়েছে। এরআগে নিহতের সংখ্যা তিন শতাধিক হবে বলে ধারণা করা হয়েছিল। এদিকে সরকার সাম্প্রতিক এই সংঘাতের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে। শনিবার নাইজেরিয়ার সেনা কর্মকর্তা কর্নেল বেন আহানোতু জানান, সাম্প্রতিক নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী ও ইসলামী সংগঠন বোকো হারাম যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে সাত শতাধিক লোক নিহত হয়। তিনি বলেন, অগ্নিদগ্ধ হয়ে অনেক লাশ বিকৃত হয়ে যাওয়ায় গণকবর দেয়া হচ্ছে। উল্লেখ্য, সেনা বাহিনীর ওই হামলায় বোকো হারামের একটি ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। আহানোতু বলেন, এ পর্যন্ত সরকারিভাবে সাতশ’ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলোর অধিকাংশই বিকৃত হয়ে যাওয়ায় গণকবর দেয়া ছাড়া কোনো বিকল্প নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.