আমাদের কথা খুঁজে নিন

   

পিএসসি অনুমোদনের ফলে বাংলাদেশের অবস্থা নাইজেরিয়ার মতো হবে



৮০ ভাগ গ্যাস রফতানির সুযোগ দিয়ে সাগরের তিনটি ব্লকের পিএসসি অনুমোদন করে বাংলাদেশের তেল, গ্যাস অনুসন্ধানে একটি কালো অধ্যায়ের সূচনা করল মহাজোট সরকার। যার ফলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা নাইজেরিয়ার মতো হতে পারে। গতকাল মুক্তিভবনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘বহুজাতিক পুঁজি, অসম চুক্তি এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা’ বিষয়ক আলোচনা সভায় বুয়েটের অধ্যাপক মো. নুরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, জ্বালানি খাতের গত বিশ বছরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়Ñ দেশের জ্বালানি খাতে বড় ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে। ৮০ ভাগ রফতানির সুযোগের পর যে ২০ শতাংশ গ্যাস গভীর সমুদ্রে অবস্থিত ব্লক থেকে স্থলভাগে গ্যাস পরিবহণের জন্য পাইপ লাইন স্থাপন করার কথা বলা হয়েছে তা পেট্রোবাংলার পক্ষে অসম্ভব। তাই ১০০ শতাংশ গ্যাস বিদেশে রফতানির সম্ভাবনা থেকে যাবে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.