নরমাংস পরিবেশনের দায়ে নাইজেরিয়ার একটি রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, ওই রেস্তোরাঁয় সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হতো মানুষের মাংস।
এই ঘটনায় ওই রেস্তোরাঁর মালিকসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। এমনকী ওই রেস্তোরাঁ থেকে দুটি তাজা নরমুণ্ড উদ্ধার করেছে পুলিশ।
সেলোফেন কাগজে মোরা ছিল মাথা দুটি।
এছাড়া রেস্তোরাঁ থেকে দুটি একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র, প্রচুর পরিমাণে কার্তুজ ও বেশ কয়েকটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
ওই রেস্তোরাঁয় গিয়ে না জেনে মানুষের মাংস খেয়ে এসিছিলেন জনৈক ভদ্রলোক। পরে সত্যিটা জানতে পারলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
ওই ব্যক্তির কথায়, কীসের মাংস বলা না হলেও ২.৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় যার দাম ২৫৫ টাকা) টাকা বিল ধরিয়ে দেয়।
আমি অবাক হই। জানাতাম না এত টাকা দিয়ে আমি মানুষের মাংস খেয়েছি।
নাইজেরিয়ায় নরমাংসভক্ষণ প্রথার উল্লেখ পাওয়া যায়। কিন্তু এই প্রথম কোনও রেস্তোরাঁয় মানুষের মাংস রান্না করে খাওয়ানোর জন্য অভিযুক্ত হলো।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।