চতুর্থবারের মতো ফিফা অনূর্ধ্ব -১৭ বিশ্বকাপ জয় করল নাইজেরিয়ান তরুণরা। গত শুক্রবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকেকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে গোল্ডেন ঈগলরা। এর আগে নাইজেরিয়া ১৯৮৫, ১৯৯৩ ও ২০০৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জয় করেছিল। শুক্রবার মধ্যরাতে আবুধাবিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরুতেই গোল করেন মেক্সিকো র এরিক আগুইরে! তবে প্রতিপক্ষের জালে নয়, নিজেদের জালে। তার এই আত্মঘাতী গোলই ম্যাচের ৯ মিনিটে এগিয়ে দেয় নাইজেরিয়াকে।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কেলেচি ইহেনাচো এবং ৮১ মিনিটে মুসা মুহাম্মদ আরও দুটি গোল করে নাইজেরিয়ার চতুর্থ বিশ্বকাপ জয় নিশ্চিত করেন। এর আগে ৫ অক্টোবর সেমিফাইনালে মেঙ্কিানরা আর্জেন্টিনাকে ৩-০ গোলে এবং নাইজেরিয়ানরা সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডিশরা ৪-১ গোলে আজেন্টাইনদের পরাজিত করে। এ ম্যাচে হ্যাটট্রিক করে বেরিশা। এ হ্যাটট্রিকই তাকে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার ট্রফি এনে দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।