আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু, তুমি ভালো থেকো, সুখে থেকো.........

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আমি যখন একা থাকি। মাঝে মাঝে সৃত্মি রোমন্হন করি। ঠিক সেই সময় গুলো কারো সাথে শেয়ার করি না বা আসে পাশে কেউ থাকে না। সৃত্মিগুলো যখন মনে পড়ে তখন আমার চোখের পাতা, চোয়াল, ঠোঁট, গালের পেশী কখনও শক্ত হয় আবার কখনও নরম হয়।

আসলে এগুলো ঠিক সেই মূহুর্তের ভাবনাগুলোর বহিঃপ্রকাশ। যেহেতু নিজেই নিজের সাথে সৃত্মিগুলো শেয়ার করি, তাই এমনটা হয়। আমি কখনও আমার মনের সাথে কথা বলি। কোন সৃত্মি হাসায় আবার কোন সৃত্মি কাঁদায়, কোন সৃত্মি আবার ক্ষোভের জন্ম দেয়। তবে আমার স্বভাববশতঃ দিনের একটা সময় আমি আগের সৃত্মিগুলো রোমন্হন করি।

যে মূহুর্তগুলো একান্তই আমার। আমার মনে হয়, সবার একটা বড় বন্ধুমহল গড়ে উঠে স্কুল লাইফে। যেহেতু তখন সবাই কৈশরে, তাই, সৃত্মিগুলোও অনেক রঙিন আর থাকে ব্যাপক আবেগের ব্যাবহার। আমারও এমন অনেক আবেগময় সৃত্মি আছে। আজ বন্ধু দিবস।

আমার জীবনের সব বন্ধুদের জানাই মনের অন্তস্থল থেকে শুভেচ্ছা। আমার সব বন্ধুরা ভাল থাক, সুস্থ্য থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.