বন্ধুত্বের সজ্ঞা কি ? তার আচরণগত প্রকৃতি কি? সেসব তাতত্বিক দিকে যাব না।
শুধু বলব বন্ধু বিধাতার এক সেরা দান।
আমরা প্রায়ই বলি অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তা অবশ্য ঠিক। কিন্তু সু-সময়ে বন্ধু না থাকলে আপনি আমি কি সত্যিই সুখী হতে পারতাম? কিংবা সুখটাকে সেভাবে উপভোগ করতে পারতাম।
মোটেই না।
বন্ধু সব সময়ই বন্ধু।
আমার অনেক বন্ধু রয়েছে। রয়েছে সমবয়সী। অসমবয়সী কিংবা মুরুব্বীও।
আমার বন্ধুদের অনেকে জীবীকার খোঁজে দূরদেশে অবস্থান করছে। আজ এই বন্ধু দিবসের প্রাক্কালে তাদের সবাইকে জানাই শত সহস্র শুভেচ্ছা এবং শুভকামনা।
সেই সাথে অচেনা সকল বন্ধুর জন্য রইল প্রাণভরা অভ্যর্থনা এবং ভালবাসা।
ভালো থেকো সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।