আমাদের কথা খুঁজে নিন

   

সাপ্তাহিক ব্লগ সমাচারের ভচ না-চিপ ওরফে নাপিচ এর পুনর্জন্ম দিবস আজ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
উনি ইন্তেকাল ফরমাইয়াছিলেন। Click This Link কিন্তু পুনর্জন্ম হইয়াছে উনার। কেমনে সেইটা উনারেই জিগান। উনার পুনর্জন্ম উপলক্ষে একটা বিরাট বালিশ মিষ্টি পার্টি দেয়া হইল। যাদের আগের থিকাই লাইন ডাইরেক্টের সমস্যা আছে, তারা লাইনের বাইরে যান।

এই মিষ্টি খাওয়ার আগে যেমন থাকে, ত্যাগ করার পরও তেমনই থাকে। মাঝখান থিকা পেটের কলকব্জা নাড়ায়া দেয়। তবে লাইনের বাইরে খাড়াইলেও পুনর্জন্মের শুভেচ্ছা জানাইতে ভু্ইলেন না। জীবনে অনেক জন্ম দিনের শুভেচ্ছা জানাইছেন। পুনর্জন্মের শুভেচ্ছা কখনও জানাইতে পারেন নাই।

আইজকার এই দুর্লভ সুযোগ হেলায় হারাইয়েন না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।