আমাদের কথা খুঁজে নিন

   

চাকরি ক্ষেত্রে সফলতা শুধুই কী মেধাবীদের দখলে?



আমাদের দেশে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে নিরন্তর ছুটে চলে তারুণ্যের মিছিল। সেই মিছিলে কেউবা সফল হয়, কেউবা ব্যর্থতায় নিমজ্জিত হয়। তবে ক্যারিয়ারে সফল হতে হলে শিক্ষাবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। শিক্ষাবস্থায় ক্যারিয়ার সম্বন্ধে স্বচ্ছ ধারণা একজন ব্যক্তিকে ক্যারিয়ারে স্বল্প সময়ে প্রতিষ্ঠিত করতে বিশাল ভূমিকা রেখে থাকে। ফলে উচ্চশিক্ষা লাভের সূচনালগ্নেই একজন ছাত্র-ছাত্রীর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কোন ক্ষেত্রে সে ভবিষ্যতে ক্যারিয়ার শুরু করতে আগ্রহী।

সফলতার সাথে শিক্ষাজীবন সমাপ্ত করে সকলেই চেষ্টা চালিয়ে যায় ভাল একটি চাকরি অর্জনের। কিন্তু সকলের নিকটই ভাল চাকরি সফলতার ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে না। এর অন্যতম কারণ হিসেবে মনে করা হয়ে থাকে, ব্যক্তি বিশেষের মেধা এবং কাজের ধারার পার্থক্যসমূহকে। আমাদের দেশে ভাল চাকরি অর্জনের জন্য অনেকেই মনে করে থাকে এজন্য একজন ব্যক্তিকে খুবই মেধাবী এবং ভাল শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হয়। যদিও বাস্তবিক অর্থে শুধুমাত্র মেধাবী হলেই একজন ব্যক্তি ক্যারিয়ার জীবনে সফল হতে পারে কথাটি ভুল।

তবে ভাল শিক্ষাগত যোগ্যতা একজন ব্যক্তিকে ভাল চাকরি লাভের সহায়তা করলেও তা ক্যারিয়ার জীবনে উন্নতির একমাত্র কারণ হিসেবে পরিগণিত হয় না। একটি কথা মনে রাখা ভাল, সবাই একই মেধা কিংবা একই ধরনের অধ্যাবসায় দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করেনা। ফলে চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য শুধুমাত্র মেধাবীরাই উন্নতি করে কথাটি বাস্তবক্ষেত্রে তেমন প্রযোজ্য নয়। এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা অপেক্ষাকৃত কম কিন্তু বাস্তব জ্ঞানার্জন সম্পন্ন থাকায় তারা মেধাবীদের তুলনায় দ্রুত চাকরি জীবনে উন্নতি করতে সক্ষম হয়ে চলেছে। যেকোন কাজে নিজেকে সম্পৃক্ত করার পূর্বেই একজন ব্যক্তির সেই কাজে আগ্রহ রয়েছে কিনা এই বিষয়টি অধিক মূল্যায়িত হয়ে থাকে ক্যারিয়ারে উন্নতিকরণের লক্ষ্যে।

সেই সাথে পেশা সংশিস্নষ্ট কাজের প্রশিক্ষণ একজন ব্যক্তিকে তুমুল মেধাবী ব্যক্তি হতে অধিকতর দ্রুত ক্যারিয়ারে উন্নতি আনয়ন করে। সেই সাথে ক্যারিয়ার জীবনে শুধু পুথিগত বিদ্যা যথেষ্ট নয়, সঙ্গে চাই উপস্থিত বুদ্ধি, সৃষ্টিশীল মানসিকতা এবং স্বপ্রতিভার উন্মেষ। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তা চাকরিতে প্রবেশের পূর্বে যেমন প্রয়োজন তেমনি চাকরিতে প্রবেশের পরেও সমান গুরুত্ব বহন করে থাকে। প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তা একজন ব্যক্তির ক্যারিয়ারে যেকোন বয়সেই প্রয়োজন হয়ে থাকে।

কেননা জীবনে প্রতিষ্ঠা পেতে হলে আপনাকে আপনার ক্যারিয়ার সংশিস্নষ্ট সকল বিষয় সম্পর্কে প্রতিনিয়তই জ্ঞান অর্জন করে যেতে হবে। প্রশিক্ষণ বলতে এখনও আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে, শিক্ষাজীবন সমাপ্ত করার পর চাকরিতে প্রবেশের পূর্বেই শুধুমাত্র প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। চাকরিতে প্রবেশের পূর্বে প্রশিক্ষণের প্রয়োজন যেমন রয়েছে চাকরিরত অবস্থায়ও একজন ব্যক্তির ক্যারিয়ারে উন্নতির জন্য প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। প্রশিক্ষণ বিভিন্ন ধরনের হতে পারে। আপনাকে প্রথমেই নির্দিষ্ট করতে হবে কোন ধরনের প্রশিক্ষণ আপনার জন্য প্রযোজ্য হবে।

তবে বিশ্বায়নের এই যুগে আপনি যে পেশার লোকই হন না কেন কম্পিউটারের প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ আপনাকে গ্রহণ করতেই হবে। কেননা বাংলাদেশে এখন প্রায় সব প্রতিষ্ঠানেই কম্পিউটার জ্ঞানসমৃদ্ধ যোগ্য ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার প্রদান করা হয়ে থাকে। চাকরিতে প্রবেশের পূর্বেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে। যদিও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিকল্পনানুযায়ী পছন্দনীয় চাকরি অর্জন করা খুবই দূরহ একটি বিষয়। তথাপি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং সংশিস্নষ্ট বিষয়ে প্রশিক্ষণ চাকরি প্রাপ্তিতে আপনার সম্ভাব্যতা বৃদ্ধি করবে নিঃসন্দেহে।

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজন ইংরেজি জ্ঞান সমৃদ্ধ দক্ষকর্মীর। ইংরেজি সম্বন্ধে কমবেশি সকলেই জ্ঞান অর্জন করতে সক্ষম হলেও আমাদের দেশে অনেক শিক্ষিত তরুণ-তরুণীই স্বাচ্ছন্দে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে ব্যর্থ হয়। ফলে চাকরিতে প্রবেশের পূর্বে একজন ব্যক্তির ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে মানসম্পন্ন যেকোন প্রতিষ্ঠানে ইংরেজি কোর্সে (স্পোকেন এবং রিটেন) প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। ইংরেজি ভাষাতে দক্ষতা বৃদ্ধি একজন ব্যক্তিকে চাকরি অর্জন করতে এবং চাকরিতে সফলতা আনয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়ে থাকে।

প্রশিক্ষণ অর্জনের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান, পরিশ্রম, পেশার প্রতি ভালোবাসা এবং ক্রম উন্নতির আকাঙক্ষা একজন ব্যক্তিকে মেধাবী ব্যতিরেকেই ক্যারিয়ারে সফলতা আনয়নে ভূমিকা রেখে থাকে। নিজেকে যোগ্যরূপে গড়ে তুলতে আত্মবিশ্বাসী ব্যক্তিরাই অধিকতর সফল হয়ে থাকে। নিজেকে পূর্ণতায় বিকশিত করুন এবং উন্নততর ক্যারিয়ার গঠনে নিজেকে সমৃদ্ধ করে তুলুন। দৈনিক ইত্তেফাক, ৩১ মে ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.