মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
কালো সাহেবের মেয়ে,
স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত।
কত মার খেয়েছি, মুখ বুজে সয়েছি
অন্যায় কত অপবাদ।
বয়স তখন ছিলো পনের
তাই ছিলো স্বপ্ন দেখার ব্যারাম।
মাথার ভেতর ছিলো এলভিস প্রেসলি,
খাতার ভেতর তোমার নাম।
মেরি অ্যান, মেরি মেরি অ্যান,
মেরি অ্যান….মারি । ।
করে সব এলোমেলো এলভিস চলে গেলো
কেটে গেল বছর অনেক
তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল
সব্বাই মিলে বিলেত।
রয়ে গেলে তোমরা আকড়েঁ রিপন স্ট্রিট
দুটো ঘর সিড়িঁর তলায়।
নোনা দেয়াল থেকে, যীশু ছল ছল চোখে,
হাত তুলে আশ্বাস দেয় এখনো।
রিকশায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও
আমার পাড়া দিয়ে প্রায়।
পাক ধরে গেছে চুলে, গালদুটো গেছে ঝুলে
নিয়মিত অবহেলায়।
কোন এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে
নোখগুলো গেছে ক্ষয়ে।
ছোট্টবেলার প্রেম, আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে।
তোমার বাবা ছিলো ইন্জিন ড্রাইভার
আমার বনেদী ব্যাবসা
বংশের ইজ্জত রাখতে হলে
বউ হতে হবে ফরসা।
বাঙালীর ছেলে তাই গলায় গামছা দিয়ে
ফেললাম করে বিয়ে।
ছোট্টবেলার প্রেম, আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে।
মেরি অ্যান, মেরি মেরি অ্যান,
মেরি অ্যান….মারি । ।
গানটি ডাউনলোড করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।