আমাদের কথা খুঁজে নিন

   

অত্যাধুনিক সেইসব ভারত প্রেমীদের ' তেরি মেরি মেরি তেরি' গান নিয়ে আসুন আমাদের এই গানগুলোর সাথে লড়াই করতে ! দেখুন কারা জয়ী হয়!

আমরা বাংলা যারা বাংলা মায়ের স্বল্প বাজেটের বাংলা ছায়াছবির গান শুনি তাঁরা সবাই অন্যসব অত্যাধুনিক রুচিবান মানুষদের কাছে খ্যাঁত নামে পরিচিত। সেইসব অত্যাধুনিক মানুষেরা ' মুন্নি বদনাম' অথবা 'মেরি তেরি তেরি মেরি' নিয়ে ফেইসবুক সহ সবখানে মাতামাতি করে ও বন্ধুদের শোনার জন্য উৎসাহ দেয়। তাদের সেইসব কর্মকাণ্ডে প্রতিবাদ করলে তাঁরা আমাদের বেয়াদব বলে! কখনও বলে পাগল! কখনও বলে খ্যাঁত! আজ সেইসব মানুষদের এই গানগুলো শুনে সৎ সাহস থাকলে বলুক যে এগুলো খ্যাঁতদের গান!!!! তাঁদের যদি সৎ সাহস থাকে তাহলে আসুক তাঁদের হিন্দি সিনেমার গান নিয়ে আমাদের এই গানগুলোর সাথে লড়াই করতে! দেখি আমরা খ্যাঁত রা পারি কিনা জয়ী হতে! আর যদি সৎ সাহস না থাকে তাহলে ফেইসবুক ও ব্লগে হিন্দি গানের প্রচারণা করতে দেখলে ঝাঁটা মেরে দেশ থেকে বিদায় করে দিবো! দুঃখ দেয়ার মানুষটাও হারিয়ে গেছে আমার- অনুরাধা পাদোয়াল - প্রিয় তুমি একদিন যদি না তোমায় দেখি- উমা খান- প্রিয় তুমি প্রিয়া আমার প্রিয়া- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা- ভেজা চোখ আজ কোন কাজ নেই আজ আমাদের ছুটি- প্রবাল চৌধুরী ও শামিমা ইয়াসমিন দিবা - পুরস্কার মন আমার ছোট্ট বাসা সে বড় ভালোবাসা- শাকিলা জাফর ও এন্দ্রু কিশোর- জন্মদাতা তুমি বন্ধু আমার চিরসুখে থাকো- এন্দ্রু কিশোর- প্রেমের সমাধি আমরা দুজন চিরসাথী - রুনা লায়লা- ভাংচুর দুনিয়া বানাইয়া আল্লাহ মানুষও বানাইলো- খুরশিদ আলম ও সেলিনা আজাদ- অনুভব আমার মনের পালকীতে- এন্দ্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন - শিমুল পারুল তুই যে আমার মিলন মালারে- আলমগির- নিষ্পাপ তিলে তিলে মইরা যাবো তবু তোরে ডাকবো না- সাবিনা ইয়াসমিন- ভাত দে চিনেছি তোমারে আকারে প্রকারে- সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী - ভাত দে গাছের একটা পাতা ঝরলে - সৈয়দ আব্দুল হাদী - ভাত দে বাংলার ভয়ঙ্কর 'গান্ত্রাসবাদী' রেডিও

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.