ধুমপানে বিষপান
আমার ভাগিনা গত ৩ বছর যাবৎ এইস এস সি পরীক্ষা দিচ্ছে। প্রথমবার ফিজিক্সে ফেল, তারপর থেকে প্রতিবারই শুধু ফিজিক্স পরীক্ষাটা দিতে হচ্ছে। একটু আগে দেশে ফোন করে জানলাম মাশাআল্লাহ ভাগিনা আমার এইবার পাশ করেছে! কপাল ভাল আমাদের সময়কার মতো একটাতে ফেল মারলে এখন আর সব সাবজেক্ট পরীক্ষা দিতে হয় না! ভাগিনার যেই মেধা তাতে দুনিয়া উল্টাইয়া গেলেও দ্বিতীয়বার সব সাবজেক্ট পরীক্ষা দিয়া পাশ করা সম্ভব হইত কিনা সন্দেহ!
কিন্তু আসল সুখবরটা হইল, ভাগিনা আমার নাকি এই রেজাল্টের আগেই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় পাশ করে ফেলছে, আগামিকালই ভর্তি হবে! বি বি এ তে চান্স পাইছে, আমেরিকান ইন্টারন্যসনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (AIUB)। ভাগিনা এদিক দিয়া তুমুল স্মার্ট!
প্রাইভেটের মধ্যে AIUB ভাল বলেই জানতাম, কিন্তু আমার আপন গুনধর
ভাগিনা যেই ইউনিভার্সিটিতে ........... আমি একটু সন্দিহান!
টাকাপয়সা ছাড়া কি এসব ইউনিভার্সিটিগুলোর আর কোনই মানদন্ড নাই? ডিগ্রিটাও কি এভাবেই দিয়ে দেয়া হবে, টাকাপয়সার কল্যানে, নাকি কিছু পড়াশোনাও হবে? শিক্ষা নামের পন্যের এই বেচা বিক্রি আমাদের দেশকে কি এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।