৫ জুলাই, শনিবার (আরটিএনএন)— দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০০৯ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০.৪৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ২২২ শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪ দশমিক ১৪ শতাংশ। কারিগরী বোর্ডে ৮১ দশমিক ২৭ শতাংশ।
এইচএসসিতে গতবছর উত্তীর্ণের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ।
অর্থাৎ উত্তীর্ণের হার এবার ৪ শতাংশ কমেছে।
আট সাধারণ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয় লাখ ১৮ হাজার ৩০৮ জন। এর মধ্যে তিন লাখ ৩৩ হাজার ৫০৫ জন ছাত্র এবং দুই লাখ ৭৪ হাজার ৩৬৭ জন ছাত্রী।
দশটি শিক্ষা বোর্ডের অধীনে গত ১৬ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২৮ মে।
সাধারণ আটটি শিক্ষা বোর্ডে ৪ লাখ ৯৪ হাজার ৮৩৩, মাদ্রাসা বোর্ডে ৫৯ হাজার ৩৫৪ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬৪ হাজার ১২১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এছাড়া দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, কাতার, আবুধাবি ও ত্রিপোলিতে অবস্থিত পাঁচটি কেন্দ্র থেকে ১৭০ পরীক্ষার্থী এবার এই পরীক্ষায় অশগ্রহণ করেন
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।