কবিতা পড়তে ও লিখতে ভাল লাগে
তোমার চার দেয়ালের কষ্ট এসে কথা বলে
প্রতি রাত্রিতে আমার ভাবনায়,
জাগিয়ে রাখে ঘুম পুড়িয়ে ছাই উড়িয়ে।
আমি নিশ্চুপ থাকি তোমায় ছাড়া,
হয় না নতুন স্বপ্ন ধরা,
রাত্রির বুকে আমার নিঃশ্বাস,থাকি রাত্রির হয়ে।
তোমার চার দেয়ালের কষ্ট যখন-তখন
নানান রঙ্গের স্পর্শ রাখে,
মনের দুই পারের পথে, নিভৃতে।
দূর থেকে তোমায় পুড়তে দেখি একা,
কষ্ট ঢেকে হাসো বারংবার,
রাখোনা স্পর্শ ভুলেও আমার দু’টি হাতে।
তোমার চার দেয়ালের কষ্ট ভাঙ্গবো আমি
তোমায় রাখবো তোমার মাঝে
থেকে তোমার স্পর্শের বাইরে;
বলবো না আসতে মনের অসম্মতিতে
থেকো তুমি তোমার মতো,
তোমার ভাবনা পুষবো চিরকাল, আমার ভিতরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।