তোমাকে দেখেছি সকলের মাঝে
ভরেছিল মুখ খানি আধো আধো লাজে,
তোমাকে দেখেছি শীতের সকালে
গোধূলি বেলার সাঁঝে।
তোমাকে দেখেছি নিঝুম রাতে
নিদ্রা জড়ানো আষাঢ় প্রাতে,
তোমাকে দেখেছি নীল সমুদ্রে-
লক্ষ ঢেঊ এর মাঝে।
তোমাকে দেখেছি অতি চঞ্চলা,
বালুচরে বসে করেছিলে খেলা,
নীল আকাশের নীচে তোমাকে দেখেছি
অভিসারী প্রিয়া সাজে।
স্বপ্নের মাঝে তোমাকে দেখেছি,
রং তুলি ভরে ছবিও এঁকেছি,
নয়নের টানে নয়নও রেখেছি
নয়নের মণি মাঝে।
----- নমস্কার --------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।