আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য গ্রহণ - কোরিয়া থেকে

h

সকাল বেলা ঘুম থেকে উঠে ল্যাবে এসে দেখি পোলাপাইন উধাও, কই গেছে? শুনি ছাদে সূর্য গ্রহণ দেখতে গেছে। আমিও গেলাম... যাবার সময় ক্যামেরা খানাও লইয়া গেলাম, কপালে যদি কিছু ছবি মেলে। এখন লেন্সের জন্য মায়া হইতাছে। ইসস যদি ২০০+ মি.মি. -র একটা লেন্স থাকতো। যাউকগা, ছবি দিলাম, দেখেন কেমন হইছে রাহুগ্রস্থ সূর্য ও নীল পৃথিবী। তবু নয় নিস্প্রভ। সম্পুর্ণ ছবি পাবেন আমার ফ্লিকার সাইটেঃ http://flickr.com/nuvan_buet

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।