বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
আইজকা রাত কেটে ভোর (অ্যানালগ) (অবশ্য সকাল বললেও চলে হয়, মানে ডিজিটাল সকাল) নামলেই নাকি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হইবো। এই সম্পর্কিত কিছু লেখা একটু একটু করে দেখলাম। এক জায়গায় দেখলাম আগামী ১০৫ বছরের মইধ্যে বাংলাদেশ থাইক্যা আর কোন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাইবো না। বড়ই আফসুসের কথা! ১০৫ বছর মেলা সময়! তাই এইবারের সূর্যগ্রহণ দেখতে যাইমু নাকি ভীষণভাবে চিন্তাইতাছি।
অবশ্য শুনলাম পঞ্চগড় থেকে নাকি ভালো মতন দেখা যাইবো।
পঞ্চগড়তো আর যাইমু না, যাইমু হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ঢাকার সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটা নাকি ওইখানেই অইবো।
সূর্যগ্রহণ নাকি শুরু হইবো ডিজিটাল টাইম ৬ টা ৫৯ মিনিট ৪৬ সেকেন্ডে। অবশ্য সারা রাত সজাগ থাইক্যা শেষ রাতে ঘুমায়া না পরলেই হয়
যাইহোক আরো একটু চিন্তা ভাবনা করি। কেউ এদিকটায় সূর্যগ্রহণ দেখতে আসলে একটু আওয়াজ দিয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।