স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি তার পদ ত্যাগ করেছেন এমন সংবাদে ৩/৪ দিন যখন নানান কৌতুহলে তোলপাড় হয়েছে তখন পদত্যাগি সেই মন্ত্রি নানান নাটকের ভিন্ন প্লটে এসে নতুন এক বক্তব্য হাজির করে বললেন তিনি পদত্যাগ করেননি। এ বিষয়ে তাকে প্রশ্ন করা ঠিক হবে না, তিনি অসুস্থ্য ছিলেন। কিন্তু কথা হচ্ছে এই ৩/৪ দিনে অনেক কিছু করা গেল যেমন- মোবাইল ফোন বন্ধ রাখা, একাধিক মন্ত্রির সাথে আলোচনা করা, যমুনায় অবস্থান করা, গাড়ি বদলানো, স্থানীয় কিছু নেতার সাথে আলোচনা করা আবার স্থানীয় কয়েক শ’ নেতা কর্মিকে বাড়ির সামনের রাস্তায় ব্যাপক সময় দাড় করিয়ে রাখা, সবচেয়ে বেশি মিডিয়া কর্মিদের ব্যতিব্যস্ত করে রাখা। এমন অনেক কিছুই করা গেল একবার কি এই অপেক্ষা নাটকের অবসানের জন্য অসুস্থ্য শব্দটি বাইরে অপেক্ষমানদের জানানো গেল না। পরো ঘটনাটি না হয় আমরা মিথ্যা বলে মেনেই নিলাম কিন্তু প্রতিমন্ত্রির কান্ডজ্ঞান কি বলে পদত্যাগ নাটক পুরোটাই মিথ্যা?
এই সময়ের মধ্যে মিডিয়াতে যখন অনেক আলোচনার ঝড় বয়ে গেছে সেইসব বিষয় ধরে অন্তত ২/১টি বিষয় পরিস্কার উচিত মনে করাটা ও কি অনুচিত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।