মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী,
দেশের বাজার পরিস্থিতি কী তা আর পরিষ্কার করে বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম উদ্র্ধমুখী। সাধারণ জনগণসহ মধ্যবিত্ত লোকের কাছে সে দাম অনেক বেশি। আমাদের মনে আছে বিএনপি-জামাত সরকার কিংবা আপনাদের আন্দোলনের ফসল হিসেবে দাবিকৃত কেয়ারটেকার আমলে বাজার দর বেশি হলে আপনার বক্তৃতা আর পেপার পত্রিকায় পড়েছি। আমাদের অনেক ভাল লাগত আপনি ক্ষমতায় গেলে কিছুটা দাম কমাবেন।
কিন্তু ভাগ্যের পরিহাস কিনা জানি না দাম তো কমল না বরং এখন ধাপে ধাপে বাড়ছে। ডিমের দাম কোথাো ৪০ টাকা। হায় কপাল যারা একটি ডিম দিয়ে একবেলা চালানোর চেষ্টা করত তাদের এখন কী অবস্থা! দুষ্টলোকরা বলে ক্ষমতার শুধু পালাবদল হয় তাদের নীতি বদলায় না। মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রী আপনি কী এই কথায় বিশ্বাস করেন? আপনার কাছ থেকে আশা করছি বাজার পরিস্থিতির দিকে নজর দিবেন। কাচা মরিচসহ যে সব পন্যের মূল্যের পেছেন কোন যুক্তিসঙ্গত কারণ নেই সেসব পন্যের দাম কমানোর উদ্যোগ নিয়ে এদেশের সাধারণ মানুষের পাশে এেস দাড়াবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।