আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এই প্রথম পদক পেল বাংলাদেশ

nh@nhasive.com

শিক্ষার্থীদের জন্য গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫০তম আসরে এই প্রথমবারের মতো পদক পেল বাংলাদেশ। বাংলাদেশ গণিত দলের সামিন রিয়াসাত এবং নাজিয়া চৌধুরী জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ১৪ থেকে ২৩ পয়েন্ট পর্যন্ত প্রাপ্তরা ব্রোঞ্জ, ২৪ থেকে ৩১ পয়েন্ট পর্যন্ত রুপা এবং ৩২ বা তার চেয়ে বেশি নাম্বার ধারীরা পেয়েছেন স্বর্ণপদক। বাংলাদেশ দলের সামিন রিয়াসাত ১৭ এবং নাজিয়া চৌধুরী ১৪ নম্বর পেয়ে দেশের জন্য প্রথম আইএমও পদক লাভ করলো। ২০০৫ সালে মেক্সিকোতে আইএমও তে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ দল প্রথম আইএমওতে যোগ দেয়।

এর পর প্রতিবছরই অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পদক পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়াসহ অনেক দেশ। আগামীকাল মঙ্গলবার বিজয়ীদের মধ্যে পদক বিতরণ করা হবে। প্রথম আলো ও ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি । প্রতিবছর দেশব্যাপী জাতীয় গণিত অলিম্পিয়াডের আয়োজন করে।

এ প্রতিযোগিতার মাধ্যমে ধাপে ধাপে আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়ে থাকে। বাংলাদেশ গণিত দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল , ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী , কোচ ও দলনেতা মাহবুব মজুমদার, কমিটির সাধারণ সম্পাদক ও সহ-দলনেতা মুনির হাসান। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.