সিরিয়ার সীমান্ত শহর কুসাইর এবং রাজধানী দামেস্ক ঘিরে সোমবার তুমুল লড়াই ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে বিদ্রোহী এলাকাগুলোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর আরো রাসায়নিক অস্ত্র হামলারও খবর পাওয়া যাচ্ছে।
সিরিয়ার সামরিক বাহিনী দামেস্কের পূর্বাঞ্চলের শহরতলীতে বিমান ও গোলা হামলা চালাচ্ছে। রাজধানীর ৮০ কিলোমিটার উত্তরে আল-নাবাকের আশেপাশে শোনা যাচ্ছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ।
লড়াইয়ের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে হোমস শহরে যাওয়ার উত্তরমুখী একটি মহাসড়ক। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা জানিয়েছে।
বিরোধী আন্দোলনকর্মীরা বলছে, লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় সিরিয়ার সেনারা কুসাইরে জোর হামলা চালাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।