উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
হাড়ের জগতে কালো অজগর
তার চোখের মণিতে কামনার তীরান্ধ গেঁথে যে মেঘের রঙ শিকারি
পথে পথে ঘুরছে আর কুড়িয়ে বেড়াচ্ছে শব্দজ্যোতির শিস
তাঁর পায়ের কাছে ধুলোর বিবরণে ফুটে ওঠে
শয়নকক্ষের না ঘুমানো গ্রিল।
পাতার অনেক শিরা-উপশিরাতে বকুল গ্রামের মানুষের ঘুমজড়ানো
মুখের ভূগোল, পরিশুদ্ধ পাঁজরের সবশস্যভূমি ভেসে উঠে
ডুবে যায়। মধ্যরাতের গভীর স্পর্শে
উড়ে আসে পাতাগুলোর ঝরে পড়া কাতরতা, সৌধ মেলাঙকলি।
অস্ফূট ভোরে সমুদ্র ডাকে,
পাহাড়ের নীলচূড়া জেগে থাকে না ঘুমানো গ্রিলের দেহসৌষ্ঠবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।