দেহটা প্রবাসে,আর মন স্বদেশে।যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি।প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে।দীর্ঘজীবি হোক বাংলাদেশ
স্বরাষ্ট্র মন্ত্রী চিকিৎসার উচিলায় সিঙ্গাপুরে,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবকাশ যাপনে আমেরিকায়।এতদিন সয়ং প্রধানমন্ত্রী এই মন্ত্রনালয় দেখতেন।প্রধানমন্ত্রী ও ন্যাম সন্মেলনে যোগ দিতে চলে গেলেন মিশরে।বলা যায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় এখন অভিবাবক শূন্যএই সুযোগে যেমনি সন্ত্রাসী কর্মকান্ড বেড়েছে অন্যদিকে ছাত্রলীগের ভর্তি বানিজ্য,টেন্ডার,হলদখল সহ প্রতিদিন নিরীহ মানুষ খুন হচ্ছে।গত কয়েকদিনে খোদ রাজধানীতে ছিনতাই,দখলস্বত্ব(মিরপুর স্বাধীন বাংলা সুপার মার্কেট)নিয়ে কয়েকজন খুন। বিভিন্ন কর্মকান্ডে বুঝা যাচ্ছে যে,ডিজিটাল সরকারের ৬মাসে আইন শৃঙ্খলার চরম........http://www.jaijaidin.com/details.php?nid=140931
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।