আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা দিবসের তারিখ বিতর্কের মত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্ম বিতর্ক...



১৫ জুলাই প্রথমবারের মত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সবাইকে শেকৃবিতে স্বাগতম। সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের হীরক জয়ন্তী অনুষ্ঠানে ২০০১ সালের ৬ জুলাই শেখ হাসিনা প্রতিষ্ঠানকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষনা দেন। পরবর্তিতে ৯ জুলাই সংসদে আইন পাস হয়।

এবং ১৫ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ও শেখ হাসিনা কর্তৃক ভিত্তিপস্তর স্থাপিত হয়। পরবর্তিতে তত্ত্বাবধায়ক সরকার আইনটি বাতিলের চেষ্টা করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১১ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়। চার দলীয় জোট সরকার ৬ বার ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাদিবস পালন করে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার সময় ২০০৮ সালে তারিখ বিতর্কে কোন প্রতিষ্ঠাদিবস পালিত হয়নি।

এ বছর মহাজোট ক্ষমতায় আসার পর ১৫ জুলাই ৯ম প্রতিষ্ঠাদিবস পালিত হবে। ভবিষ্যতে হয়ত কোন এক নতুন তারিখে আবার পতিষ্ঠা দিবস পালিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.