১৫ জুলাই প্রথমবারের মত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সবাইকে শেকৃবিতে স্বাগতম।
সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের হীরক জয়ন্তী অনুষ্ঠানে ২০০১ সালের ৬ জুলাই শেখ হাসিনা প্রতিষ্ঠানকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষনা দেন। পরবর্তিতে ৯ জুলাই সংসদে আইন পাস হয়।
এবং ১৫ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ও শেখ হাসিনা কর্তৃক ভিত্তিপস্তর স্থাপিত হয়।
পরবর্তিতে তত্ত্বাবধায়ক সরকার আইনটি বাতিলের চেষ্টা করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১১ সেপ্টেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়।
চার দলীয় জোট সরকার ৬ বার ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাদিবস পালন করে।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকার সময় ২০০৮ সালে তারিখ বিতর্কে কোন প্রতিষ্ঠাদিবস পালিত হয়নি।
এ বছর মহাজোট ক্ষমতায় আসার পর ১৫ জুলাই ৯ম প্রতিষ্ঠাদিবস পালিত হবে।
ভবিষ্যতে হয়ত কোন এক নতুন তারিখে আবার পতিষ্ঠা দিবস পালিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।