আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ক্রিকেট ও অশোকা ডি সিলভা

আজ এই বর্ষণস্নাত দিনে সামহোয়ার ইন ব্লগে রক্তিম সূর্যের মত উদ্দীপ্ত ভবিষ্যতের আশায় আমার অন্তহীন যাত্রা শুরু। আমি স্বপ্নের পূজারী। ভালবাসি স্বপ্ন দেখতে, স্বপ্ন তৈরি করতে। ভাল লাগে বৃষ্টির পরবর্তী মেঘমুক্ত নীল আকাশ দেখতে। স্নীগ্ধ গোধূলী দর্শনে নষ্টালজিয়ায় ভু

বাংলাদেশ অবশেষে রানের খরা কাটিয়ে উঠতে পেরেছে ।

৮২/০,২২৮/১ এই স্কোরগুলোর দিকে তাকালে মনেই হয় না যে এটা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর,যদিও এটা ওয়েস্ট ইণ্ডিজ বি টিম। তামিম ইকবাল বাংলাদেশের নবম খেলোয়ার হিসেবে টেস্ট সেঞ্চুরি করেছেন যা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল। আশরাফুল বরাবরের মত একটি ব্যর্থ ইনিংস আমাদেরকে উপহার দিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশের সেরা(!!) ব্যাটসম্যান হয়েও ১ম ইনিংসের মত ২য় ইনিংসেও (এই লেখার পূর্ব পর্যন্ত) তিনি সর্বনিম্ন স্কোর করেছেন। আবারও অশোকা ডি সিলভার ভুল সিদ্ধান্তের স্বীকার হয়েছে বাংলাদেশ।

এত বার বলার পরেও ICC কেন যে বাংলাদেশের খেলাতেই এই ফালতু আম্পায়ার নিয়োগ দেয় বুঝিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.