কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
চেয়েছিলাম তোমাকে ছেড়ে যেতে, হারাতে চেয়েছিলাম নিজের কাছ থেকে, পালাতে চেয়েছিলাম জীবন থেকেও। কিন্তু যে জীবনে তোমার এত ভালবাসা এত অধিকার সে জীবন থেকে তোমাকে আমি কিভাবে সরাব? না আমি আর তোমাকে হারাতে চাই না। ধরে রাখ নিজের বাহু বন্ধনে শক্ত করে। ঝড় এসে উড়িয়ে নিয়ে যাক আমার চার পাশ তবুও আমি ছাড় বো না তোমার হাত।
আমার জীবনের স্বপ্নের সিড়ি গুলো বুনার পেছনে সা,ইনের অনেকের কাছ থেকে প্রেরণা পেয়েছিলাম, পাচ্ছি। সেই প্রেরণাদাতাদের ভয়েই নিজেকে লুকাতে চেয়েছিলাম সা.ইনে থেকে কিন্তু নিজেকে লুকাতে পারলেও আমার ভালবাসা আমাকে হারিয়ে যেতে দেয় নি। তাই আবার ফিরে এলাম আপনাদের মাঝে।
ধন্যবাদ ্যদি কাউকে দিতে হয় তাহলে সবার আগে দেব সাদাতকে............
সহেলী আপুর শেষ দুটো লেখা যা বিবেকের কাছে পরাজিত হতে দেয় নি আমাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।