আয় বুঝে ব্যায় করি
বন্ধু ভেবে ভাব করি
লাভ লোকসান মেনে নিয়ে ব্যবসা করি।
বন্ধুরা যাকিছু পুরাতন নিয়ে এসো, বিক্রয় কর !
আর যাকিছু নুতন নিয়েযাও, ক্রয় কর !
সেবা দেই! সেবানেই,
কোনই সংকোচ নেই।।
সুলভ মূল্যে কম্পিউটার , ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপিয়ার, স্ক্যানার, ভ্যাকুয়াম ব্যাংক নোট কাউন্টার, লেমিনেটিং মেসনি, স্পাইরালবাইন্ডিং মেসিন, সকল প্রকার কার্টিজ এবং টোনার সরবরাহ করি , বন্ধুমনে সেবাদেই, সরবরাহ করি। সকল দেশ বাসী আমন্ত্রতি।
এছাড়াও সাভিসিং করি সকল প্রকার ইনফরমেসন টেকনোলোজির যন্ত্রপাতি। কলিং সার্ভিস, মাসিক এবং বার্ষিক চুক্তিতে।
শিখাই ইনফরমেসন টেকনোলোজির সকল কাজ!
গোপনীয়তো তাই গোপনীয়তা বজায় রাখা হয়
তাই নিসংকোচে আসুন।
সরকারী, বিদেশী সংস্থা, বাইংহাউজ কর্মকর্তাসহ সকলেই বিশেষ ভাবে ০১৬৭০৮০৬৭৯৭,০১৭৩৫৫৯৭১৬৮.আমন্ত্রিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।