আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন পথে ? জ্ঞান অর্জন না সার্টিফিকেট অর্জন??

ভালোলাগে ভালোবাসা, স্নেহ-মমতা, অসীম-বিশ্বাস, নীলদিগন্তে বিচরণ আর ভালোলাগে ব্লগে আপনাদের সঙ্গে সময় কাটানো...

শিক্ষা বলতে কি বুঝায় তা আমাদের অনেকেরই কিছুটা অজানা আছে বলে আমার মনে হয় । কারন পড়াশুনার যে গতি- প্রকৃতি তাতে মনে হেচ্ছ জাতি নৈতিকতা হারাচ্ছে । শিক্ষার উদ্দেশ্য যে জ্ঞান অর্জন তা আমরা কয়জন মনে রাখছি ? অনেক দিন আগে আমি ডা. লুৎফর রহমানের একটি লেখা পড়েছিলাম তার সার অংশ মোটামুটি এই রকম '' জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া , আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ার কোন দরকার নাই " তাহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন হতে উঠতে পারে কোন্ কোন্ সমস্যার কোন শিক্ষা ব্যহত হচ্ছে ? আসুন আমরা কারনগুলো জানতে চেষ্টা করি ১। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি । ২।

অবকাঠামোর সমস্যা ৩। শিক্ষকগণের নজির বিহীন প্রাইভেট লালসা ৪। ক্লাসে (শিক্ষকণনের )ফাঁকির প্রবণতা ,যাতে করে শিক্ষার্থীরা প্রাইভেটে আসতে বাধ্য হয়। ৫। কর্মসংস্থানের অনিশ্চয়তা ।

৬। দূর্বল প্রশাসন ৭। রাজনৈতিক হস্তক্ষেপ । ৮। বেতন ভাতার বৈষম্য ৯।

মানুষিক সমস্যা ১০। আপেক্ষা কৃত দুর্বল মেধার লোক জন শিক্ষকতা পেশায় যোগদান ১১। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা । ১২। সরকারের উদাসীনতা ।

১৩। অভিভাবকদের অসচেতনতা ১৪। অভিভাবকদের মাত্রাতিরিক্ত সচেতনা ১৫। অর্থনৈতিক সমস্যা ১৬। পরিবেশগত সমস্যা ১৮।

বেসরকারী স্কুল ও কলেজের শিক্ষকদের বদলির কোন ব্যবস্থা না থাকা ১৯। ভালোমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ২০। বিভিন্ন স্থানে ব্যাঙ্গের ছাতার মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরী এবং তাতে অযোগ্য শিক্ষক নিয়োগ । ২১। প্রাইভেট বিশ্ববিদ্যাল এবং এর কর্মকান্ড ।

শিক্ষা একটি মহৎ পেশা যে পেশায় থাকবেনা কোন অসৎ চরিত্রের মানুষ ,থাকবেনা কোন রাজনৈতিক হস্তক্ষেপ । আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনৈতিক কারনে শিক্ষা ব্যবস্থা মারাক্তক ভাবে বিঘ্নিত হচ্ছে । একশ্রেণীর শিক্ষক যার কোন না কোন রাজনৈতিক দলের সদস্য তারা বিশ্ববিদ্যায় প্রশাসন কে হাত করে হউক, বা ভয়ভীতি দেখিয়ে হউক বিশ্ব বিদ্যালয়ে শিক্ষক হয়ে বসেন । যারা পরবর্তিতে শিক্ষাকতা পেশায় আন্ত নিয়োগ না করে রাজনীতিতে আত্ন নিয়োগ করেন । সংগঠনের ছাত্রদের নিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি সহ খুঁনখারাপীর কাজে জড়ায়ে পড়েন ।

এর ফলে বিভিন্ন গণ্ডগোলে মাসের পরমাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে । এই রাজনীতির করাল গ্রাস শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলিতে নয় এখন দেশেরে উচ্চমাধ্যমিক কলেজ, ডিগ্রী কলেজ কে ইতোমধ্যে গ্রাস করেছে এবং গ্রাস করছে হাইস্কুল গুলিকে । অবকাঠামো সমস্যা বাংলাদেশের শিক্ষা সমস্যার একটি অন্যতম কারন । বিষেশ ঢাকা শহরের প্রাইভেট বিশ্ব বিদ্যালয়গুলির দিকে তাকালে ব্যাপারটি অপলদ্ধি করা যায় । বোঝার উপায় নাই যে সেটা একটি বাসা না শিক্ষা প্রতিষ্ঠান ।

শিক্ষা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায় ? দরকার পরিবেশ , শিক্ষক, প্রয়োজনীয় যন্ত্রপাতি । শুধুমা ত্র পুতিগত বিদ্যা আসলে কোন বিদ্যানয় । বিদ্যা যদি আমাদের এতই ভালো তাহলে দেশে এত সমস্যা কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.