আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাম্পপোস্ট এবং অন্য বিষয়াদি লই বঙ্গবন্ধুকন্যা হাসিনার লগে খানিক খোশালাপ: আপনেরাও থাকুন

মগ্নতা ছাড়া

যেই পোস্টখানা লিখিতে চাইতেসিলাম তাহা লিখিলে 'সংসদ অবমাননা'' হওনের আশঙ্কা আছে। ইহা আওয়ামীলীগ- উদ্ভাবিত নতুন আর বেশ টনটনে টার্ম। সংসদে বইসাই না বাঘ- না ছাগ টাইপ চিল্লানো যায় এইটারে ব্যবহার কইরা। নচেত ''আদালত অবমাননা''। এইটাও অহন বেশ অগুনটাইপ টার্ম। তাই বঙ্গবন্ধু কন্যার প্রতি নিরীহ টাইপকিছু প্রশ্ন করতে চাই, কমেন্ট করবার সাহস করবো না: ১. টিপাইমুখ বাঁধ লই আপনার মন্ত্রী বলতেসেন উহার দৈর্ঘ আর প্রস্ত ছাড়া ভারতবন্ধু আপনেরে আর কিছুই জানায় নাই (ডাহা মিছা কথা)। তাইলে আপনের মন্ত্রী কিভাবে কন যে, ঐটা বাংলাদেশের জন্য ভাল ফলাফল আনবে? আর আপনে কিভাবে কন যে, আগে বাঁধ হই যাক তার্পর ফারাক্কার মতো এইটা লইও পানি চুক্তির মাধ্যমে সমাধা করুম। ২. পিনাক মিঞার বেয়াদবী বক্তব্য লই ঢের দেরী কইরা হলেও যহন আমাদের দিপু আপু কথা কইলেন, আপনের আরেক মন্ত্রীজি খোন্দকার আশরাফ কার নির্দেশে, আপনে, নাকি ভারতীয় কর্তৃপক্ষ, পিনাকরে ভালা মানুষ আর উচিত কর্ম্ম করছে বইল্যা সাফাই গাইলো? ৩. ল্যামপোস্টের মিছিলরত পোলাপাইনরে কার নির্দেশে পুলিশ হামলা করছে, আপনের, নাকি পিনাকের নির্দেশে? ৪. টিপাইমুখ বাঁধ লই আপনে মুখে তালা লাগাইসেন ক্যান? আপনেরেত আমরা খেঁপা বাঁচাল বইলাই জানি, কুনো একদিন আপনের প্রধানমন্ত্রী থাকনকালেই হাইকোর্ট মনে লয় আপনেরে সতর্ক কর্ছিলো- সেই মহিলা এই বিষয়ে সুফি সাধুর মত মুখ কইরা খালি চুপ কইরা থাকেন এই বিষয়ে, ঘটনা কিতা? ৫. প্রথম আলোরে আপনে আর আপনের বন্ধু ভারত মিল্যা কত টেকা দিয়া কিন্যা নিছেন? ৬. আপনের পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা দিতে এই জাতিকে আর কুন কুন আইনের কলা খাওয়াবেন? ৭. আপনের আর আপনের ভইনের আবাসন সুবিধার জন্য কুন কুন বাড়ির দিকে আপনের চুখ পইড়াছে: বঙ্গভবন/ খালেদা জিয়ার ক্যঅণ্টেনমেন্টের বাড়ি/ পুরা দেশ? ৮. যুদ্ধাপরাধিগো বিচার এতদিন পরে ক্যান শুরু করবার ঘোষণা দিসেন? পিলখানা, ট্রানজিট, টিপাইমুখ এই বিষয়গুলা আসলেই ক্যান আপনের তাগো বিষয়ে চুলকানি ওঠে, তার আগে নয় ক্যান? ৯. ল্যামপোস্টের প্রতিবাদী দুই কর্মীরে কি আপনে ক্রসফায়ারে মারবার চান, আপনের দোস্ত দেশের বিপক্ষে কথা কইবার কারণে? ১০. এই বিষয়ে আপনের আর কি কি প্লান আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.