গত ৫ জুলাই ২০০৯ গুলশানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে 'ল্যাম্পপোস্ট' নামক একটি বামপন্থী সংগঠনের কিছু তরুন কর্মী সমবেত হয় । তারা ' ভারত সরকার কতৃক টিপাইমুখ বাঁধ নির্মাণ ও ভারতীয় হাইকমিশন কতৃক ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদের জন্য প্লাকাড-ব্যানার ও প্রচার পত্র নিয়ে সমবেত হয় এবং তরুন-তরুণীদের এই গ্রুপটি দৃপ্ত কন্ঠ শ্লোগান তুলে।
এই ছোটগ্রুপটি কে মোকাবেলা করতে প্রায় ১০০ দাঙ্গা পুলিশ সমবেত হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। পুলিশেরর অমানবিক হামলায় ১৭ আহত হয়।
নারী কর্মরাও পর্যন্ত পুলিশের হাত তেকে রক্ষা পায় নি। এ সময় হাই কমিশনের কর্মকর্তারা ঘটনা স্থলে উপস্তিত ছিলেন এবং তারা পুলিশকে বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ দেন।
বিস্তারিত পড়ুন 'ডেইরি নিউ এজ' রিপোর্ট পড়ুন
Click This Link
দুই
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে যাতায়তের সময় 'ল্যাম্পপোস্ট' নামক সংগঠনের কালো কালিতে লেখা দৃপ্ত শ্লোগান গুলো মন কাড়তো। কিন্তু , কারা এই ল্যাম্পপোস্ট জানবার সুযোগ হয় নি।
আজ সমগ্র জাতিকে কালো রাতের আঁধারর যখন গ্রাস করেছে।
সবাই যখন গভীর ঘুমে অচেতন , তখন আধাঁর ফুঢ়ের ' ল্যাম্পপোস্টের কমরেডরা আলো দেখাল। আমরা যারা শান্তি ঘুমে নিমজ্জিত তারা হয়তো অনেকেই ক্রুদ্ধ হব অসময়ে আলো চোখে ফেলে ঘুম ভাঙ্গিয়ে দেবার জন্য।
ল্যাম্পপোস্টের তরুন কমরেডদের প্রতি প্রতুল মুখোপাধ্যায়ের আমরা প্রিয় গান 'শ্লোগান' থেকে সশ্রদ্ধ নিবেদন করলাম।
মোষ তাড়ানো সহজ নাকি?
মোষের শিং এ মৃত্যু বাঁধা।
তবুও কারা লাল নিশাণে
উষকে তাকে চ্যালেঞ্জ ছুড়ে।
সাবাস যদি দিতেই হয়,
সাবাস দিব কার?
ভাঙ্গছে যারা, ভাঙ্গবে যারা
ক্ষ্যাপা মোষের ঘাড়।
------------------------------------------------------------
হাতে সময় থাকলে পড়ুন
টিপাইমুখ জল বিদ্যুত প্রকল্প ও Global Warming
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।