আমাদের কথা খুঁজে নিন

   

অনঙ্গ সারঙ্গী

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

তুলতুলে পুতুল গালে টোল ফেলে তুমি তো কেবল হাসতেই থাকো আর আমি... না, থাক বরং হাসিটাই দেখি যদিও জানি, ভাঙন মানুষকে উদ্বাস্তু করে তবু আমার ভাঙতেই ভালো লাগছে এখন আমি ভেঙে পড়তে চাই চূর্ণ-বিচূর্ণ হয়ে আর আমার আত্মার বিচূর্ণ দর্পণে হাসুক তোমার পূর্ণ-শশী মুখ তোমার হাসির বিদ্যুৎ চৌচির করে দিক আমার বিষণ্ন একাকী আকাশ, বেদনার নীল আমি খণ্ডে খণ্ডে খণ্ড-বিখণ্ড হয়ে সানন্দে ধারণ করি তোমার অখণ্ড আনন্দ সর্বাঙ্গে তরঙ্গ তুলে হয়ে যাই অনঙ্গ সারঙ্গী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।