আমাদের কথা খুঁজে নিন

   

টেকনাফ : দুঃখগুলো তার সাগর জলে দিশা খোজে

shamseerbd@yahoo.com
সাগরের ঐ প্রান্তরে শুনি পর্বত চূড়ায় চাঁদ জাগে জলপথে আমি দিই পাড়ি ফিরি চাঁদ জাগা এই বন্দরে । । এই গানটির দৃশ্যকল্প বিবেচনায় আনলে আমার মাথায় প্রথমেই আসে টেকনাফের কথা। নাফ নদীর উপারে চন্দ্রোদয় যে কত মনোমুগ্ধকর হতে পারে না দেখলে বুঝানো সম্ভব নয়। প্রথম সেন্টমার্টিন (২০০১) যাবার পথে আমরা টেকনাফ পৌঁছে ছিলাম এমনই মনোমুগ্ধকর এক সময়ে।

দ্বিতীয়বার (২০০৭)ও একই অবস্হা। শুধু পদধূলি দেবার মানসে তখন রাত্রিবেলায় আমি আর বন্ধু মিঠু হাজির হয়েছিলাম টেকনাফ সৈকতে। তখন টিমটিমে চাঁদের আলো আর মাছধরা ট্রলারের আলোর নাচন জলের বুকে দেখে ফিরে আসতে হয়েছিল। রিক্সাচালক মালেক অভয় দিচ্ছিল ভয় নেই , এই ঘোর অন্ধকারে কোন সমস্যা হবেনা। কি মনে করে সে নাম্বার রেখে দিয়েছিল।

আমাকে অবাক করে প্রতি দুতিন মাস পরপর সে এখনও ফোন করে -খবরাখবর নেয় , তার নতুন আচারের ব্যবসার গল্প বলে। দিনের আলোয় দেখা হবে এই বলে সেবার ফিরে আসা। টেকনাফের দুঃখ কি ?? এক কথায় বলতে গেলে সহজ সরল উত্তর হবে সেন্টমার্টিন । কক্সবাজার আর সেন্টমার্টিন এর মোহমায়ায় টেকনাফ এর অবস্হা হয়ে গেছে স্যান্ডউইচ টাইপ। সব থেকেও তার জৌলুশ তাই প্রেমিকের কাছে অধরাই রয়ে গেছে।

কি নেই তার। নাফ নদীর মনোমুগ্ধকর শুধা- দীর্ঘতম সৈকতের শেষ প্রান্ত আর প্রেমের /বিরহের স্মৃতিধন্য মাথিনের কূপ। টুরিষ্টরা বড়জোর আচার কিনতে বার্মিজ মার্কেট এ যায় এর বেশী নয়। সরকার একটু উদ্যেগ নিলে টেকনাফ ও হয়ে উঠতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র । পর্যটন মোটেল (নাটং) , হোটেল সবই আছে।

আপনিও ঘুরে আসুন । । কক্সবাজারে সাগর দেখা Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.