আজকে সকালে ঢাকায় ফিরলাম। ভয়ংকর ঠান্ডা! ভয়ের চোটে গোসল করলাম না...খবর-ই আছে রাতে! টেকনাফে কিন্তু ঠান্ডা একদম কম। সাগরপারের অঞ্চলে শীত একটু কম-ই থাকে অবশ্য।
ভালই বেড়ালাম। কক্স'স বাজার গিয়ে সারাদিন কাটালাম হোটেলে...একবার একটু বিচে গেলাম...এমন ঠান্ডা বাতাস! বেশিক্ষণ থাকিনি তাই।
পানিতেও নামলাম না। শীতকালে সমুদ্্র এত বিচ্ছিরি হয়! শান্ত সমুদ্্র দেখাতে কোন মজা আছে? অথচ গাদা গাদা লোকজন এই সময় যায় সমুদ্্র দেখতে। উদ্ভট!
টেকনাফে ছিলাম শহরে। পাহাড়ি শহরে থাকার আলাদা একটা মজা আছে যদিও এখন বাংলাদেশের পাহাড়ি শহর সব-ই বাঙালীদের দখলে...বান্দরবানেরও একি দশা দেখেছি। রিকশাওয়ালা থেকে হোটেল মালিক সবই বাঙালী।
পর্যটন মোটেলে জায়গা না পেয়ে ভালই হয়েছে, শহরটা ভালমত ঘোরা হয়েছে। টেকনাফের বিচটা সুন্দর। এখনো ট্যুরিস্টদের চোখে পরেনাই বলে সৈকতটা অনেক পরিস্কার...আর এখনো বালির মধ্যে অনেক অনেক শামুক ঝিনুক চোখে পরে যেইটা আমার ছোটবেলার দেখা কক্স'স বাজারে ছিল কিন্তু এখন একদমি নাই। শহরের পাশেই নাফ নদী, শহরে ঢোকার মুখে একটা ব্রেথটেইকিং ভিউ আছে এই নদীটার যেইটা আমার এই সফরের সবচাইতে ভাল অংশ।
ধুর আর লিখতে ইচ্ছা করতেছেনা।
ঠান্ডায় আঙুলগুলা পুরা বরফ হয়ে গেছে। যাই, লেপের তলায় ঢুকিগা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।