কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
আরবের বুকে বলে নবির মিলাদ
কোরানে খুদিয়া দিলে আরবির ছাঁদ।
লওহে-মা'ফুজে আছে যে কিতাব নিধি
তাতে কি রয়েছে মেকি হরফের বিধি?
জানি নাই। সে তোমার আপনার ভাষা
উম্মুল কিতাব তারে কহিয়াছো খাসা।
হতে পারে আমা সনে লোকের বিবাদ
বুঝেছি কোরান তার আদি অনুবাদ।
তাই তার প্রয়োজন শতো তাফসির
তথাপি মতানৈক্য তত্ত্ব-জ্ঞানীর।
তোমার ভাষা তো গিয়ে বিঁধে সিধা দিলে
মানবিক ভাষা বাঁধা বর্ণ-মিছিলে।
অনুবাদ অনূদিত হ'য়ে বার বার
আসল খাস্তা হলো কালাম তোমার।
http://www.somewhereinblog.net/blog/lonewolf
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।