আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ
হে কলমওয়ালা ! কোরানে কী বর্ণিত হয়েছে : আল্লা আকাশ মন্ডল ও যমীনরে নূর। তাহার নূরের দৃষ্টান্ত এরুপ যেমন যেমন মতির মত ঝকমক করা তারকা। আর সেই চেরাগ এমন এক বরকতওয়ালা গাছের তৈল দ্বারা উজ্জ্বল করা হয়, যাহা না পূর্বের না পশ্চিমের। আল্লা তার নূরের দিকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। ' তুমি কী জানো নূরের আবেশ কী? বল।
আবেশ হলো নূরের সরোবরে ডুব দেয়ার ফিলিংস। আল্লার নূরের সরোবরে মহান ওলিগণ অবগাহন করার পরম সৌভাগ্য লাভ করেছিল। বল। । আল্লার সাথে প্রেমের ফিলিংস হলো টেকসই অমর ফিলিংস।
তোমরা সমস্বরে বল। -লোভ হিংসা মুক্ত না হলে আল্লার পথের সন্ধান পাওয়া যায় না। আল্লার মহান ওলিঋষিগণ হিংসা লোভ কন্ট্রোলকৃত আত্মা অর্জণ করেছিল। বল। ইসলাম একটাই, সনাতন সত্যপথ একটাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।