ছবিটি এক অসাধারণ ঘটনার। ছবিটিতে হাবল স্পেস টেলিস্কোপ তুলে এনেছে আলোর প্রতিধ্বনি। নভোমন্ডলের কোন এক নক্ষত্র হতে নির্গত আলো, নক্ষত্রটিকে পরিবেষ্টিত, গ্যাস ও ধূলিকণার মধ্য দিয়ে অতিক্রম করবার সময় তা কর্তৃক আবারো প্রতিফলিত হয়, সৃষ্টি করে নভোমন্ডলে আলোর প্রতিধ্বনি। ফলে পাঁচ বছর আগের গ্যাস ধূলিকণার চিত্র আর দীর্ঘ পাঁচ বছর ধরে আলোর দীর্ঘ পরিভ্রমণের পর প্রতিফলিত রশ্মির চিত্র হুবুহু একই রূপে ধরা পড়ে টেলিস্কোপে। শব্দের প্রতিধ্বনিতে একই শব্দ যেমন বারবার শুনতে পাওয়া যায় এ ক্ষেত্রে আলোর প্রতিধ্বনিতে সৃষ্ট ছবি বার বার প্রতীয়মান হয়।
আমাদের ছায়াপথ মিল্কিওয়ের সীমানা ঘেঁষে এই নক্ষত্রটি অবস্থিত যার নাম Monocerotis(V838Mon). ২০০২ সালে অজানা কোন কারণেই হোক এই নক্ষত্রটি আমাদের সূর্য থেকে ৬ লক্ষগুন উজ্জ্বল হয়ে উঠেছিল। তখন থেকে হাবল স্পেস টেলিস্কোপ একে পর্যবেক্ষণ করে আসছে। চিত্রটিতে বিশেষভাবে লক্ষ্যণীয় নক্ষত্রমন্ডলীয় ধূলিকণার চক্রাকার বলয় ও কুয়াশার কুন্ডলী যা ধারণ করা হয় ২০০৬ সালে। চিত্রটির ব্যাপ্তি ১৪ আলোকবর্ষ অঞ্চল জুড়ে।
সূত্রঃ stsci
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।