আমাদের কথা খুঁজে নিন

   

বসন্তের সুর

চিন্তায় স্বাধীন এসেছে বসন্ত যৌবনের আলো নিয়ে দিকে দিকে ছড়িয়ে যায় তার সৌন্দর্য তার তেজ ভালোবাসার কোকিলেরা পেয়েছে নতুন প্রান বসন্তের ডাকে বদলে যায় প্রকৃতি বসন্ত আসে পরিবর্তনের আগুন নিয়ে ঝরে যায় পুরনো সব জঞ্জাল বসন্ত মানে প্রতিবাদের কণ্ঠস্বর মনে জাগায় জাগরনের দোলা বসন্ত আসে রঙের উজ্জ্বলতা নিয়ে ফুল পাখিরা পায় উৎসবের দোলা বৃক্ষ সাজে তার আপন মহিমায় মনে আসে নতুন শিহরন বসন্ত আসে নিয়ে ভালবাসার সুর মনে আসে রঙিন স্বপ্ন রঙিন বাসনা সাঁজে ভালোবাসা প্রকৃতির রঙে মনের আকাশে তোলে কামনার ঝড় বসন্ত তাই দুর্বার , সজীব , নতুন আশা জাগানিয়া সময় বসন্ত বসন্ত আসুক হাজার রঙের ডানায় জাগুক প্রান শত প্রানের জাগরনে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।