আমাদের কথা খুঁজে নিন

   

উপবৃত্তি না পাওয়ায় শিক্ষককে ঝাড়ুপেটা

বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।

নাটোরের বড়াইগ্রামে স্কুলে অনুপস্থিতির কারণে ১০০ টাকা উপবৃত্তি না পাওয়ায় শিক্ষককে ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করেছে উপবৃত্তি বঞ্চিত ছাত্রীর মা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের আব্দুল কাদেরের মেয়ে বন্যা (৬) পারকোল রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ে। উপবৃত্তির শর্তানুযায়ী বন্যা ৮৫ শতাংশ দিন বিদ্যালয়ে উপস্থিত না থাকার কারণে মে মাসের উপবৃত্তির ১০০ টাকা পাবে না জেনে তার মা সাথী বেগম গত বৃহস্পতিবার স্কুলে গিয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র সরকার তাকে গালমন্দ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বিকালে পারকোল বাজারে চায়ের স্টলে বসে থাকা অবস্থায় সাথী বেগম সুভাষ চন্দ্রকে ঝাড়ু দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। স্কুলের প্রধান শিক্ষক এরফান আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টির মিমাংসা করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।