আমাদের কথা খুঁজে নিন

   

উপবৃত্তি পাবে স্নাতকের ছাত্রীরা

প্রথমবার এক লাখ ৩৩ হাজার ৭২৬ জন ছাত্রী পরীক্ষা ও টিউশন ফি, বই কেনার জন্য বছরে পাঁচ হাজার ৬২০ টাকা করে পাবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে স্নাতকের ছাত্রীদের উপবৃত্তি দেয়ার ঘোষণা দেবেন।
এক লাখ ৩৩ হাজার ৭২৬ জন ছাত্রীর উপবৃত্তি বাবদ বছরে খরচ হবে ৭৫ কোটি ১৫ লাখ টাকা।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ধানমণ্ডিতে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার সেল অফিসে ট্রাস্ট বোর্ডের কার্যালয় করা হবে।


এই কার্যালয়ের জন্য প্রাথমিক পর্যায়ে ৩২ জন জনবল নিয়োগে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়মাবলী সম্বলিত খসড়া ‘চাকুরি প্রবিধানমালা’ প্রস্তুত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ২০ এপ্রিল ট্রাস্ট ফান্ড গঠনে লিখিত নির্দেশনা দেন।
পরে পরিকল্পনা মন্ত্রীর সভাপতিত্বে কয়েকটি সভায় ট্রাস্ট আইনের খসড়া চূড়ান্ত করা হয় এবং ২০১১ সালের গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়।


পরবর্তীতে গত বছরের ১১ মার্চ সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বিল, ২০১২ পাস হয়।
ট্রাস্ট আইন অনুযায়ী পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ট্রাস্টি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।