আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের গ্রীণটেক পৃথিবীর সর্ববৃহৎ স্পিরুলিনা উৎপাদনকারী গ্রীণহাউজ

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

বাংলাদেশের গ্রীণটেক পৃথিবীর সর্ববৃহৎ স্পিরুলিনা উৎপাদনকারী গ্রীণহাউজঃ Wonder Food Spirulina হলো অতি ক্ষুদ্র নীলাভ সবুজ উদ্ভিদ। এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন, আয়রন ও মিনারেলস, যা মানব দেহের জন্য একান্ত জরুরী বিধায় Wonder Food Tablets / Drinks নিয়মিত সেবন করলে আমাদের শরীরের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করে রোগ দমনের ক্ষমতা বাড়ায়, শরীরের শক্তি বাড়ায়, ক্লান্তি মোচন করে, রক্তস্বল্পতা, রাতকানা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, আলসার, হেপাটাইটিস, স্থূলতা, হৃদরোগ, আর্সেনিক, ক্ষতিকারক কোলেষ্টেরল প্রতিরোধে সহায়তা করে। জাতিসংঘ স্পিরুলিনাকে Wonder Food হিসাবে আগামী দিনের সেরা খাদ্য ও প্রকৃতির আশ্চর্য্য খাদ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। Wonder Food Tablets / Drinks পৃথিবীর উন্নত বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

আমাদের দেশেও ভিটামিনের ঘাটতি পূরণের জন্য এটা প্রধান উৎস হতে পারে। Wonder Food Tablets / Drinks একটি সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য। মানব দেহের উপযোগী প্রয়োজনীয় সুষম খাদ্য উপাদান বিদ্যমান। Wonder Food Tablets / Drinks শিশুদের দৈহিক ও মানসিক বিকাশে শক্তি যোগায়, যুবক-পৌঢ়দের সুস্থ্য ও সবল থাকার অন্যতম চালিকা শক্তি। এতে রয়েছে Vitamin A to Z, আরো আছে ৬০%-৭০% উদ্ভিদ প্রোটিন।

মাছ, মাংশ, ফল-মূল, ডিম ইত্যাদি থেকে প্রাপ্ত সবগুলো খাদ্য উপাদানের সম্পূরক হচ্ছে Wonder Food Tablets / Drinks। মায়ের শাল দুধে যে পরিমাণ GLA আছে তার চেয়ে ১০ গুণ বেশী GLA আছে Wonder Food Tablets-এ। এই GLA উচ্চ রক্তচাপ, কোলেষ্টেরল, হৃদরোগ বাত ইত্যাদি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের বিজ্ঞানীরা Spirulina-এর নির্যাসকে Aids ও Cancer নিরাময়ে ব্যবহার করা যায় বলে তাদের গবেষণায় প্রমান করেছেন। চলবে.........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.