"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
আজকে দুপুরে সাড়ে বারোটা একটার দিকে টিভি দেখতে বসলাম। কোন প্রোগ্রাম না খুঁজে পেয়ে মুনমুনের উপস্থাপনায় বাংলা ভিশনে আমার আমি দেখতে বসলাম। আজকের অতিথি জনপ্রিয় (!!!) চলচ্চিত্র পরিচালক, নাট্যপরিচালক, উপস্থাপক, কাহিনীকার সহ আরো অনেককিছু (এ মুহূর্তে মনে পড়ছে না) দেবাশীষ বিশ্বাস এবং সাথে তার বউ অথবা গার্লফ্রেন্ড (নামটা মনে পড়ছে না)
দেবাশীষ কে দেখলে কার কতটা ভাল লাগে আমি জানি না তবে আমার খুবই একটা ইচ্ছা আছে তাকে সামনে যদি কখনও সুযোগ পাই উজবুক, শূন্য মাথার রামছাগল বলে গালি দেবার।
তিনি নাকি শয়নে স্বপনে মনণে মরণে সবকিছুতে সিনেমা দেখে। সিনেমা ই তার জীবন।
সিনেমা ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না। সে অনেক সিনেমা দেখে। তার প্রিয় সিনেমা সে ৭০/৮০ বারের বেশি দেখেছে। সেটা একটা হিন্দি সিনেমা, মুকাদ্দার কি সিকান্দার। তার প্রথম পরিচালিত ছবি মানে বাবার আঙুল ধরে ধরে বানানো ছবিটা কিন্তু এদেশীয় না! আমি ভাবলাম বোধহয় অস্কারে নমিনেশন পেয়েছে বা অস্কারই পেয়েছিলো।
কিন্তু পরে সে ই ভুল ভাঙ্গালো ওটা একটা ইন্ডিয়ান বাংলা ছবি যা কি না তার বাবার এদেশীয় একটি ছবির রিমেক। শুরুটাই যার কপি দিয়ে তার কাছ থেকে আর কি আশা করা যায়!
এবার মুনমুন তাকে বলল, আপনার ছবিগুলোর নাম গুলো কেমন যেন, ‘শুভ বিবাহ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ .....কেমন যেন বিয়ে শাদী রিলেটেড...কেন?
দেবাশীষ: আসলে আমাদের দেশে বা ইন্ডিয়াতে বিয়ে টা এত ট্রেডিশনাল ভাবে এত জাকজমকভাবে হয়। পৃথিবীর আর কোথাও হয় না.... এই বিয়ে শাদী নিয়েই অনেক ভাল ভাল গল্প বানিয়ে ছবি বানানো যায়।
তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল: গাধা তুই তাহলে হিন্দি ছবির কপি কেন করিস!
কিছুই করার নেই তাই একটি পোস্ট লিখে নিজেকে শান্ত করার একটি প্রচেষ্টা করলাম। তবে আমার সামনে যদি এই ধরনের চাপাবাজি করতো আমি শিওর একটা ইট দিয়ে ওইটার মাথা ফাটায় আসতাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।