নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমাদের জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি নেই! কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার। চাকমা রাজা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিদেশি কূটনীতিকদের কাছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচয় দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অনেকাংশেই সঠিক নয়। এ বিষয়ে তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যে উদ্ধৃতি দিয়েছেন তাও সঠিক নয়। বুধবার এক বিবৃতিতে দেবাশীষ রায় এ কথা বলেন। এর আগে গত মঙ্গলবার বিদেশি দূতাবাস ও হাইকমিশনারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছিলেন দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দেবাশীষ রায় বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কোথাও ‘জাতিগত সংখ্যালঘু’ শব্দটির উল্লেখ নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।