আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টাপাল্টি অভিযোগ দেবাশীষ-ইমনের

গান চুরির অভিযোগ এনে ইমন গ্লিটজকে বলেন, “আমার তৈরি চারটা গান দেবাশীষ বিশ্বাস অনুমতি ছাড়াই তার চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’ এ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, মূল ফরম্যাট পরিবর্তন করে গানগুলো সিডিতে বাজারজাত করেছেন। এতে আমার গানের মান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আমার সুনামও ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে এই গানগুলো মোবাইল অপারেটরগুলোর ওয়েলকাম টিউন হিসেবেও ব্যবহার করছেন।


এর প্রেক্ষিতে দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নিয়েছি। আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করছি তিনি এর জবাব দেবেন। চারটি মোবাইল অপারেটর ও সিডির প্রকাশক গীতি মিউজিককেও নোটিশ পাঠিয়েছি। ”
তিনি আরও জানান, গানগুলোর জন্য এখনও পারিশ্রমিক পাননি তিনি।

বারবার যোগাযোগের পরও আশানুরূপ উত্তর দিচ্ছেন না দেবাশীষ।
ইমন অভিযোগ করেন, পরিচালক ও অভিনেতা অনন্ত জলিলের পরবর্তী চলচ্চিত্রের জন্য তৈরি একটি গান তার অনুমতি ব্যতিরেকে দেবাশীষ বিশ্বাস ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে ব্যবহার করেছেন।
ইমনের অভিযোগের প্রেক্ষিতে দেবাশীষ বিশ্বাস গ্লিটজকে বলেন, “নিয়মানুযায়ী সিনেমার সর্বস্বত্ব পরিচালকের। সিনেমার গান কোথায় কীভাবে ব্যবহৃত হবে এটা পরিচালকের এখতিয়ার। এক্ষেত্রে সংগীত পরিচালকের কিছু বলার সুযোগ নাই।


ফরম্যাট পরিবর্তনের অভিযোগ অস্বীকার করে তিনি জানালেন, ইমন যে ফরম্যাটে তাকে গান দিয়েছেন সে ফরম্যাট অপরিবর্তিত রয়েছে।
পারিশ্রমিক ইস্যুতে দেবাশীষ বলেন, “ইমনের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তার যোগ্য সম্মানি তাকে দেওয়া হয়েছে। ”
দেবাশীষ জানালেন,  দু-একদিনের মধ্যেই ইমনের লিগ্যাল নোটিসের জবাব দেবেন তিনি।
এ মুহূর্তে দেবাশীষ ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত।

কোরবানি ঈদের পর মুক্তি পাবে সিনেমাটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.