আমাদের কথা খুঁজে নিন

   

আবার লাগব মারামারি

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমাগো একটা জিনিস আছে যেইটা লয়া গত ১৮ বছর ধইরা মারামারি চলতাছে। একজন কয় এইটা ঠিক, আরেক জন কয় ঠিক না। একদল পক্ষে, আরেক দল বিপক্ষে। তারপর দিনের পর দিন মারামারি। আওয়ামী লীগ কইল তত্ত্বাবধায়ক চাই।

বিএনপি কয় বুঝি না। তারপর মারামারি করতে করতে বিএনপি মানলই না। ১৫ ফেব্রুয়ারি ইলেকশন কইরা ১১ দিনের সংসদে পাস হইল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। কয়েক কোটি টাকা পাবলিকের করের টাকা লুটাইয়া ভুয়া ইলেকশন কইরা আমরা তত্ত্ববধায়ক পাইলাম। এখন আওয়ামী লীগ ঘুইরা গেছে।

তাগো কথা হইল, তত্ত্বাবধায়ক ভালো না। যথারীতি বিএনপি উল্টা দিকে। এখন বিএনপির তত্ত্বাবধায়ক প্রীতি বাইড়া গেছে। এখন উনারা চান তত্ত্ববধায়ক বহাল থাক। যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক বাদ দিয়া দেয়, আবার লাগব মারমারি।

বিএনপি আর আওয়ামী লীগ সারা জীবন কি এই তত্ত্ববধায়ক লয়া মারামারি করতেই থাকব ? শুনছি জামায়াতের কোন কুলাঙ্গারের মাথা থিকা এই কুবুদ্ধি বাইর হইছিল। এখন তো দেখি এই সিরিজ মারামারির কারণও তত্ত্ববধায়ক। মারামারি ছাড়া কোন পথ নাই। দেশের মানুষের কত কষ্ট, বিদু্যৎ নাই, পানি নাই, রাস্তাঘাট নাই, চাকুরি নাই - সেই সবের দিকে সরকারের নজর নাই। খালি হিসাব হইল কেমনে ভোটে জিতা যায়, তার জন্য একবার তত্ত্বাবধায়ক আইন্যা জাতির টাকার শ্রাদ্ধ, আরেকবার বাদ দিতে গিয়া শ্রাদ্ধ হবে।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.